Luke 2:8
সেখানে গ্রামের বাইরে মেষপালকেরা রাতে মাঠে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল৷
And | Καὶ | kai | kay |
there were | ποιμένες | poimenes | poo-MAY-nase |
in | ἦσαν | ēsan | A-sahn |
the | ἐν | en | ane |
same | τῇ | tē | tay |
χώρᾳ | chōra | HOH-ra | |
country | τῇ | tē | tay |
shepherds | αὐτῇ | autē | af-TAY |
field, the in abiding | ἀγραυλοῦντες | agraulountes | ah-gra-LOON-tase |
καὶ | kai | kay | |
keeping | φυλάσσοντες | phylassontes | fyoo-LAHS-sone-tase |
watch | φυλακὰς | phylakas | fyoo-la-KAHS |
over | τῆς | tēs | tase |
their | νυκτὸς | nyktos | nyook-TOSE |
ἐπὶ | epi | ay-PEE | |
flock | τὴν | tēn | tane |
ποίμνην | poimnēn | POOM-nane | |
by night. | αὐτῶν | autōn | af-TONE |
Cross Reference
Genesis 31:39
কোন সময় বন্য পশুর দ্বারা কোন মেষ মারা গেলে আমি সবসময় নিজে আপনার কাছে এসে বলি নি য়ে আমার দোষে এটা হয় নি| কিন্তু দিন রাত আমি ক্ষতি স্বীকার করেছি|
Ezekiel 34:8
“আমার জীবনের দিব্য, আমি তোমার কাছে এই প্রতিশ্রুতি করছি| বন্য পশুরা আমার মেষ ধরে নিয়ে গেছে| হ্যাঁ, আমার মেষপাল বন্য পশুর খাদ্য হয়েছে কারণ তাদের প্রকৃত মেষপালক নেই| আমার মেষপালকরা মেষপালের যত্ন নেযনি| না, তারা কেবল ঐ মেষদের মেরে খেয়েছে| তারা আমার মেষের পালকে চরাতে নিয়ে যায়নি|”
John 10:8
যাঁরা আমার আগে এসেছে তারা সব চোর ডাকাত, কিন্তু মেষরা তাদের ডাক শোনে নি৷
Exodus 3:1
রূযেল ছাড়াও মোশির শ্বশুরের আর এক নাম ছিল য়িথ্রো| য়িথ্রো মিদিযনীর একজন যাজক| মোশি য়িথ্রোর মেষের পালের দেখাশোনার দায়িত্ব নিল| মোশি মেষের পাল চরাতে মরুভূমির পশ্চিম প্রান্তে য়েত| একদিন সে মেষের পাল চরাতে চরাতে ঈশ্বরের পর্বত হোরেবে (সিনয়) গিয়ে উপস্থিত হল|
1 Samuel 17:34
তখন দায়ূদ শৌলকে বললেন, “আমি তোমার ভৃত্য, পিতার মেষগুলোর দেখাশুনা করছিলাম| একটা সিংহ আর একটা ভাল্লুক পাল থেকে একটা মেষ নিয়ে গেল|
Psalm 78:70
ঈশ্বর তাঁর বিশেষ সেবকরূপে দায়ূদকে মনোনীত করলেন| দায়ূদ মেষ চরাচ্ছিলো, কিন্তু ঈশ্বর সেই কাজ থেকে তাকে নিয়ে এলেন|