Jude 1:5
আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদিও তোমরা সকলেই এসব বিষয় জান, তবু বলব প্রভু মিশর দেশ থেকে তাঁর প্রজাদের উদ্ধার করে পরে যাঁরা অবিশ্বাসী তাদের সকলকে ধ্বংস করেছিলেন৷
I will | Ὑπομνῆσαι | hypomnēsai | yoo-pome-NAY-say |
therefore | δὲ | de | thay |
put in remembrance, | ὑμᾶς | hymas | yoo-MAHS |
you | βούλομαι | boulomai | VOO-loh-may |
ye though | εἰδότας | eidotas | ee-THOH-tahs |
once | ὑμᾶς | hymas | yoo-MAHS |
knew | ἅπαξ | hapax | A-pahks |
this, | τοῦτο, | touto | TOO-toh |
how that | ὅτι | hoti | OH-tee |
the | ὁ | ho | oh |
Lord, | Κύριος, | kyrios | KYOO-ree-ose |
saved having | λαὸν | laon | la-ONE |
the people | ἐκ | ek | ake |
out of | γῆς | gēs | gase |
the land | Αἰγύπτου | aigyptou | ay-GYOO-ptoo |
Egypt, of | σώσας | sōsas | SOH-sahs |
τὸ | to | toh | |
afterward | δεύτερον | deuteron | THAYF-tay-rone |
destroyed | τοὺς | tous | toos |
them that believed | μὴ | mē | may |
πιστεύσαντας | pisteusantas | pee-STAYF-sahn-tahs | |
not. | ἀπώλεσεν | apōlesen | ah-POH-lay-sane |
Cross Reference
Numbers 26:64
কিন্তু বহুবছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না| ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না|
Psalm 106:26
তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন য়ে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|
Numbers 14:22
মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম, তাদের কেউই কনান দেশ দেখতে পাবে না| কারণ ঐসব লোকই আমার মহিমা এবং মিশরে ও মরুভূমিতে আমি যে সব অলৌকিক কাজ করেছিলাম সেগুলো দেখেছিল| কিন্তু তাও তারা আমাকে অমান্য করেছে এবং আমাকে এই নিয়ে দশবার পরীক্ষা করেছে|
Hebrews 3:16
যাঁরা ঈশ্বরের রব শোনার পরও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, প্রশ্ন হল তারা কারা? মোশি যাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন তারাই কি নয়?
2 Peter 3:1
বন্ধুরা, তোমাদের কাছে এ আমার দ্বিতীয় পত্র৷ এই দুটি পত্র লিখে, কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়ে তোমাদের সত্ চিন্তাকে নাড়া দেবার চেষ্টা করছি৷
Deuteronomy 2:15
শিবিরের মধ্যে তাদের সকলের মৃত্যু না হওয়া পর্য়ন্ত প্রভু তাদের বিরুদ্ধে ছিলেন|
Romans 15:15
কিন্তু আমি কতকগুলি ব্যাপার মনে করিয়ে দেবার জন্য সাহসভরে তোমাদের সবাইকে লিখছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ বরদান করেছেন৷
1 Corinthians 10:1
আমার ভাই ও বোনেরা, আমি চাই য়ে তোমরা একথা জান য়ে আমাদের পিতৃপুরুষরা যখন মোশিকে অনুসরণ করেছিলেন তখন তাঁদের কি হয়েছিল৷ তাঁরা সকলে মেঘের নীচে ছিলেন, সকলেই সাগর পার হয়েছিলেন৷
2 Peter 1:12
তোমরা তো এসব জানো আর য়ে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ; কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব৷