যোশুয়া 13:6
“সীদোনের লোকরা লিবানোন থেকে মিষ্রফোত্-মযিম পর্য়ন্ত বিস্তৃত পাহাড়ি দেশে বাস করে| কিন্তু ইস্রায়েলের লোকদের স্বার্থে ঐসব দেশের সমস্ত লোককে আমি বের করে দেব| এই দেশের কথা অবশ্যই মনে রাখবে ইস্রায়েলীয়দের কাছে দেশ ভাগ করে দেবার সময় যা বললাম সে রকম করবে|
All | כָּל | kāl | kahl |
the inhabitants | יֹֽשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY |
country hill the of | הָ֠הָר | hāhor | HA-hore |
from | מִֽן | min | meen |
Lebanon | הַלְּבָנ֞וֹן | hallĕbānôn | ha-leh-va-NONE |
unto | עַד | ʿad | ad |
Misrephoth-maim, | מִשְׂרְפֹ֥ת | miśrĕpōt | mees-reh-FOTE |
and all | מַ֙יִם֙ | mayim | MA-YEEM |
the Sidonians, | כָּל | kāl | kahl |
I will them | צִ֣ידֹנִ֔ים | ṣîdōnîm | TSEE-doh-NEEM |
drive out | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
before from | אֽוֹרִישֵׁ֔ם | ʾôrîšēm | oh-ree-SHAME |
the children | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
of Israel: | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
only | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
lot by it thou divide | רַ֠ק | raq | rahk |
Israelites the unto | הַפִּלֶ֤הָ | happilehā | ha-pee-LEH-ha |
for an inheritance, | לְיִשְׂרָאֵל֙ | lĕyiśrāʾēl | leh-yees-ra-ALE |
as | בְּֽנַחֲלָ֔ה | bĕnaḥălâ | beh-na-huh-LA |
I have commanded | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
thee. | צִוִּיתִֽיךָ׃ | ṣiwwîtîkā | tsee-wee-TEE-ha |
Cross Reference
যোশুয়া 11:8
প্রভু ইস্রায়েলীয়দের জিতিযে দিলেন| ইস্রায়েল সৈন্যবাহিনী তাদের পরাজিত করে তাড়িয়ে নিয়ে গেল বৃহত্তর সীদোন, মিষ্রফোত্-মযিম আর পূর্বের মিস্পীর উপত্যকার দিকে| সবকটি শত্রুকে মেরে না ফেলা পর্য়ন্ত ইস্রায়েলীয় সৈন্যরা থামল না|
যোশুয়া 23:13
যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শত্রু দমনের কাজে সাহায্য করবেন না| এই সব লোকই হচ্ছে তোমাদের মরণ ফাঁদ| চোখে ধূলো বা ধোঁযা ঢোকার মতো এরা তোমাদের যন্ত্রণা দেবে| এই উত্তম দেশ থেকে সরে য়েতে তখন তোমরা বাধ্য হবে| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই দেশ দিয়েছেন| কিন্তু তাঁর আদেশ না মানলে এই দেশ তোমরা হারাবে|
বিচারকচরিত 2:21
তাই আমি আর অন্যান্য জাতিকে হারিযে ইস্রায়েলীয়দের পথ পরিষ্কার করব না| এই সব বিদেশী জাতি যিহোশূয়র মৃত্যুর সমযেও এই দেশে বসবাস করত| আমি তাদের এদেশেই থাকতে দেব|
আদিপুস্তক 15:18
সুতরাং ঐদিন প্রভু অব্রামকে একটা প্রতিশ্রুতি দিলেন এবং সেই অনুসারে অব্রামের সঙ্গে একটা চুক্তি করলেন| প্রভু বললেন, “এই দেশ আমি তোমার উত্তরপুরুষদের দেব| মিশর নদ এবং ফরাত্ নদের মধ্যবর্তী বিশাল ভূভাগ আমি তাদের দেব|
যাত্রাপুস্তক 23:30
তাই আমি খুব ধীরে ধীরে ঐ মানুষগুলোকে তোমাদের দেশ থেকে তাড়াব| তোমরাও ক্রমশঃ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে আর আমিও ওদের একে একে তাড়াতে থাকব|
গণনা পুস্তক 33:54
তোমাদের গোষ্ঠীর প্রত্যেকে এই দেশের অংশ পাবে| তোমরা ঘুঁটি চেলে সিদ্ধান্ত নেবে কোন পরিবার দেশের কোন অংশ পাবে| বড় পরিবার দেশের বড় অংশ পাবে| ছোটো পরিবার দেশের ছোট অংশ পাবে| চালা ঘুঁটি দেখিয়ে দেবে কোন পরিবার দেশের কোন অংশ পাবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী দেশে তার অংশ পাবে|
যোশুয়া 14:1
যাজক ইলীয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর প্রধানরা লোকদের মধ্যে জমিটি ভাগ করে দিল|
যোশুয়া 23:4
মনে আছে আমি তোমাদের বলেছিলাম, যর্দন নদী আর ভূমধ্যসাগরের মধ্যে হবে তোমাদের দেশ? সেই দেশ আমি তোমাদের দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোমরা এখনও তা অধিকার করো নি|