Proverbs 8:4
প্রজ্ঞা বলছে, “হে মানবগণ, আমি তোমাদের ডাকছি| চিত্কার করে সমস্ত লোককে ডাকছি|
Proverbs 8:4 in Other Translations
King James Version (KJV)
Unto you, O men, I call; and my voice is to the sons of man.
American Standard Version (ASV)
Unto you, O men, I call; And my voice is to the sons of men.
Bible in Basic English (BBE)
I am crying out to you, O men; my voice comes to the sons of men.
Darby English Bible (DBY)
Unto you, men, I call, and my voice is to the sons of man:
World English Bible (WEB)
"To you men, I call! I send my voice to the sons of mankind.
Young's Literal Translation (YLT)
`Unto you, O men, I call, And my voice `is' unto the sons of men.
| Unto | אֲלֵיכֶ֣ם | ʾălêkem | uh-lay-HEM |
| you, O men, | אִישִׁ֣ים | ʾîšîm | ee-SHEEM |
| I call; | אֶקְרָ֑א | ʾeqrāʾ | ek-RA |
| voice my and | וְ֝קוֹלִ֗י | wĕqôlî | VEH-koh-LEE |
| is to | אֶל | ʾel | el |
| the sons | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of man. | אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Cross Reference
पপ্রত্যাদেশ 22:17
আত্মা ও বধূ বলছেন, ‘এস!’ য়ে একথা শোনে সেও বলুক, ‘এস!’ আর য়ে পিপাসিত সেও আসুক৷ য়ে চায় সে এসে বিনামূল্যে জীবন জল পান করুক৷
তীত 2:11
ঐভাবেই আমাদের চলা উচিত কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে৷ সে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে৷
তিমথি ১ 2:4
তাঁর ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে৷
কলসীয় 1:28
তাই সমস্ত প্রজ্ঞায় প্রত্যেককে বিশদভাবে উপদেশ দিয়ে এবং সতর্ক করে আমরা খ্রীষ্টকে প্রচার করি, যাতে প্রত্যেককে ঈশ্বরের কাছে খ্রীষ্টে পরিপক্ক মানুষ হিসেবে উপস্থিত করতে পারি৷
কলসীয় 1:23
তোমরা য়ে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাক এবং সুসমাচার থেকে য়ে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে যদি সরে না যাও তবে খ্রীষ্ট এসব সম্পন্ন করবেন৷ জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে৷ আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি৷
করিন্থীয় ২ 5:19
য়েমন বলা হয়ে থাকে: ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে জগতকে পুনরায় তাঁর নিজের সঙ্গে মিলিত করার কাজ করছিলেন৷ তিনি খ্রীষ্টে মানুষের সকল পাপকে পাপ বলে গন্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন৷
যোহন 3:16
কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালবাসেন য়ে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, য়েন সেই পুত্রের ওপর য়ে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে৷
মথি 11:15
যার শোনবার মতো কান আছে সে শুনুক৷
সামসঙ্গীত 50:1
প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর বয়ং তিনি কথা বলছেন| তিনি সূর্য়োদয থেকে সূর্য়াস্ত পর্য়ন্ত, অর্থাত্ এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্য়ন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিত্কার করে ডাক দিচ্ছেন|
সামসঙ্গীত 49:1
হে জাতিসকল, তোমরা শোন| পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন|